পুকুর পাহারা দিতে গিয়ে জলে ডুবে রহস্যজনক ভাবে উদ্ধার হল এক প্যারা মেডিকেল ছাত্রের মৃতদেহ। খুন ? নাকি দুর্ঘটনা ? তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে পুকুরের পাম্প সেটে শর্টসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ছাত্রের মৃত্যু হয়ে থাকতে পারে বলে এমনটাই মনে করছেন স্থানীয়রা।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের বালুভরট গ্রামে। মৃত যুবকের নাম মুজাহিদ আলম (২২)। তার বাড়ি বালুভরটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে নন্দীবাটী এলাকার মাঝি পুকুর লিজে নিয়ে মাছ চাষ করেছিলেন মুজাহিদের বাবা মহম্মদ হানিফ। শুক্রবার রাত সাতটা নাগাদ মুজাহিদ সেই পুকুর পাহারা দিতে যায়। শনিবার সকালে ছেলে বাড়ি ফিরে না আসায়, বাবা পুকুর পাড়ে ছুটে যান। গিয়ে দেখেন ছেলের দেহ পুকুরে ভাসছে। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রথম দিকে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতে বাধা দেয় পরিবারের লোকেরা। পুরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।